You might also like

বাংলাদেশি চলচ্চিত্র আবর্ত – দ্যা সার্কেল ইতালির CineCi’তে

১১ সেপ্টেম্বর ২০২৫ ইতালির CineCi’ Shortmovie CulturalClassic-এ প্রদর্শন হবে বাংলাদেশি চলচ্চিত্র ‘আবর্ত – The Circle’

বাংলাদেশি চলচ্চিত্র আবর্ত – দ্যা সার্কেল ইতালির CineCi’তে

বাংলাদেশি চলচ্চিত্র আবর্ত – দ্যা সার্কেল এবার ইতালির মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব CineCi’ Shortmovie CulturalClassic 2025-এ নির্বাচিত হয়েছে। উৎসবটি ১১ ও ১২ সেপ্টেম্বর ২০২৫ নেপলস শহরে অনুষ্ঠিত হবে। এর আগে যুক্তরাষ্ট্রের ডালাস চলচ্চিত্র উৎসবে আবর্ত ফাইনালিস্ট হিসেবে স্থান করে নিয়েছিল।

‘আবর্ত’ চলচ্চিত্রটির কাহিনি আবর্তিত হয়েছে বাংলাদেশের পর্যটন নির্ভর নির্জন এক সৈকতের পাশে অবস্থিত ছোট একটি কাকড়া ভাজার দোকানকে কেন্দ্র করে। প্রতিদিন দেশ বিদেশের পর্যটকরা ভিড় করে এক স্বাদের খোঁজে, আর দোকানের পেছনের ছোট্ট রান্নাঘরের ধোঁয়া আর মসলার আড়ালে এক নারীর নীরব যুদ্ধ চলতে থাকে—সামাজিক বিধিনিষেধ, অতীতের ক্ষত এবং ভাঙা স্বপ্নের ভার নিয়ে। 

Scene from Bangladeshi short film ‘Abarta’ showing a woman’s silent struggle in a small kitchen, featuring Roobena Reza Jui and Mosharraf Karim.

ছোট্ট রান্নাঘরের ধোঁয়া আর মসলার আড়ালে এক নারীর নীরব যুদ্ধ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত’র একটি দৃশ্যে রোবেনা রেজা জুঁই ও মোশাররফ করিম। তুলেছেন : অঞ্জন করিম।

‘আবর্ত’ চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই। তিনি বলেন,

“আমরা যেসব নারীদের জীবনের ছোট ছোট দায়, নিঃশব্দ ত্যাগ কিংবা অব্যক্ত কষ্ট দেখি, আবর্ত মূলত তাঁদেরই প্রতিচ্ছবি। এই চলচ্চিত্র এক ধরনের ‘নিরব বিদ্রোহ’—যেখানে এক নারী নিজের অতীত, হতাসা ও অনুচ্চারিত জীবন থেকে বেরিয়ে আসার আকাঙ্ক্ষা নিয়ে দুঃসহ অতীত থেকে পালাতে চায়।"

Roobena Reza Jui in a powerful scene from Bangladeshi short film Abarta – The Circle, portraying a woman trying to escape her painful past.

’আবর্ত’ চলচ্চিত্রের দৃশ্যে জুঁই। তুলেছেন: চলচ্চিত্রটির চিত্রগ্রাহক দানিয়েল ড্যানি।

অভিনেতা মোশাররফ করিম সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে চলচ্চিত্রটি সম্পর্কে বলেন,

“কাজটি ছিল নিরীক্ষাধর্মী। আমরা সবাই একটা টিম হয়ে কাজ করেছি। কাজটা করেও আরাম লাগছিল, সময় নিয়ে আনন্দ নিয়েই শুট করেছি। তবে এই কাজটা নিয়ে জুঁই অনেক পরিশ্রম করেছেন, তাই মূল কৃতিত্বটা দেব তাঁকে এবং পরিচালক সহ পুরো টিমকে।"

ইতালির মর্যাদাপূর্ণ CineCi’ Shortmovie CulturalClassic 2025

Napoli Cultural Classic Association

“ইতালির CineCi’ Shortmovie CulturalClassic 2025-এর অফিশিয়াল পোস্টার।

Napoli Cultural Classic Association কর্তৃক আয়োজিত এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটির যাত্রা শুরু হয়েছিল প্রায় ১৪ বছর আগে। ইতালির পালমা ক্যাম্পানিয়া পৌরসভার সংস্কৃতি বিভাগের সহযোগিতায় আয়োজিত এই উৎসব এখন ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ সাংস্কৃতিক ইভেন্টে পরিণত হয়েছে। নেপলস শহর—যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত—প্রতি বছরই বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও দর্শকদের একত্রিত করে।
২০২৫ সালের আসরে ইতালি, বাংলাদেশ, কোরিয়া, পেরু, রাশিয়া, কানাডা, যুক্তরাজ্য, ইরান, আর্জেন্টিনা ও ভারতের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। সেই বৈশ্বিক লাইনআপে বাংলাদেশ থেকে জায়গা করে নিয়েছে আবর্ত – দ্যা সার্কেল।

Mosharraf Karim in a scene from the film ‘Abarta’ at Kuakata beach. Photo by Daniel Danny.

কুয়াকাটা সমুদ্র সৈকতে ’আবর্ত’ সিনেমার দৃশ্যে মোশাররফ করিম। তুলেছেন: দানিয়েল ড্যানি।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই, মোশাররফ করিম, সাদ্দাম মাল, আভা রানী, অগ্রগামী সাম্য, নিজাম উদ্দিন, আলমাস প্রমুখ। চিত্রনাট্য লিখেছেন কাজী আসাদ, চিত্রগ্রহণে ছিলেন দানিয়েল ড্যানি, শিল্প নির্দেশনায় ছিলেন থিউফেলাস স্কট। সম্পাদনা: শরিফুল ইসলাম ফাহাদ, কালার: আল মামুন, সাউন্ড ডিজাইন: সারিকুজ্জামান পাপ্পু, সংগীত: রফিকুল ইসলাম ফরহাদ। সহকারী পরিচালনায় ছিলেন করিব হোসেন শুভ, মাইদুল ইসলাম সাইফ ও অ্যাক্সিস অনিক। সার্বিক সহযোগিতায় ছিলেন আবু বকর আবির।

Saddam Mal and Mosharraf Karim in a scene from the film ‘Abarta’

’আবর্ত’র দৃশ্যে সাদ্দাম মাল ও মোশাররফ করিম।

আবর্ত সহ বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো ক্রমে আন্তর্জাতিক উৎসবের পর্দায় নিজেদের ছাপ ফেলছে। প্রতিটি নির্বাচিত চলচ্চিত্র শুধু বিনোদন নয়, বরং আমাদের সমাজ, সংস্কৃতি এবং নারীর অভিজ্ঞতার গল্পকে বিশ্ব দরবারে তুলে ধরছে। এই সাফল্য প্রমাণ করে যে, বাংলাদেশের সিনেমা এখন কেবল স্থানীয় দর্শককে নয়, বরং আন্তর্জাতিক দর্শকদেরও ভাবতে, অনুভব করতে ও সংযোগ স্থাপন করতে উদ্বুদ্ধ করছে। এটি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি নতুন অধ্যায় ও সম্ভাবনার দিক নির্দেশ করছে। জয় হোক বাংলা চলচ্চিত্রের।

Facebook
X
LinkedIn
WhatsApp

Related Posts